Logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ০১:২৭
53Shares
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনগুলো

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনগুলো।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুর রহমানের নির্দেশে এই বিক্ষোভে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। মিছিল চলাকালে গুরুত্বপূর্ণ সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

এদিন দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আরও একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভিপি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচারের দাবি করেন।

বিজ্ঞাপন

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় এ ধরনের দমন-পীড়ন চলছে। একইসঙ্গে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবিও জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, যুব অধিকারের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. রাজু, জুলাই মঞ্চের আহ্বায়ক ও এনসিপির যুগ্ম সমন্বয়ক ফারজানা আক্তার প্রমুখ।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD