Logo

শরীয়তপুরে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২২
53Shares
শরীয়তপুরে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: সংগৃহীত

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কর্মসূচি জোরদারের অংশ হিসেবে শরীয়তপুরে শুরু হয়েছে ‘বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’।

বিজ্ঞাপন

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কর্মসূচি জোরদারের অংশ হিসেবে শরীয়তপুরে শুরু হয়েছে ‘বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা শরীয়তপুর সদরের আটং-বুড়িরহাট সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ বৃক্ষরোপণের মাধ্যমে শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা নয়, বরং অর্থনৈতিকভাবেও জনগণ উপকৃত হবে। বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপণ আমাদের খাদ্য ও ওষুধের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো: নজরুল ইসলাম। তিনি বলেন, “প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায় ও পরিচর্যা করে, তবে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর প্রকৃতি উপহার পাবে।”

বিজ্ঞাপন

কর্মসূচির আওতায় শরীয়তপুর জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক-মহাসড়ক, সরকারি দপ্তর ও গ্রামীণ জনপদে ১ লাখ বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ । 

বিজ্ঞাপন

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

প্রতি বছর মৌসুমি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শরীয়তপুরকে সবুজ ও পরিবেশবান্ধব জেলায় রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা পরিষদ।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শরীয়তপুরে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন