Logo

চুমকিকে ফুল দিয়ে বরণ করা রাশেদ এখন যুবদল নেতা

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৫, ২২:১২
200Shares
চুমকিকে ফুল দিয়ে বরণ করা রাশেদ এখন যুবদল নেতা
ছবি: সংগৃহীত

চুমকিকে ফুল দিয়ে বরণ করা রাশেদ এখন যুবদল নেতা

বিজ্ঞাপন

রবিউল আলম, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে সাবেক এক যুবলীগ নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়া সেই নেতার নাম রাশেদুল আলম খান, সে গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার কুদাব গ্রামের অহিদুর রহমান খানের ছেলে। 

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই ছবিতে তাকে গাজীপুর ৫ আসনের সাবেক আওয়ামী সংসদ সদস্য মেহের আফরোজ চুমকিকে ফুল দিয়ে বরণ করতে দেখা যাচ্ছে, যেখানে ছবিটির ক্যাপশনে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে থাকার  অঙ্গীকার করছেন এই নেতা এবং অপরদিকে আরও কয়েকটি ছবিতে গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক রঙ পাল্টে গাজীপুর মহানগরীর পূবাইল থানা যুবদলের নাম ব্যবহার করে মিছিল মিটিং এ অংশগ্রহণ ও ব্যানার ফেস্টুন করতে দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি ভাইরাল হওয়ার পর এলাকায় বিষয়টি নিয়ে হাস্যরস সৃষ্টি হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নানান বিরুপ মন্তব্যে হয়েছে ভাইরাল ছবিগুলো নিয়ে, পূবাইল থানা ছাত্রদলের সাবেক এক নেতা সজল সাহা ফেসবুক কমেন্টে উল্লেখ করেন,  রাশেদ কবে বি এন পি নেতা হলো, আগে তো দেখেছি জাতীয় পার্টি আর আওয়ামী লীগ করে, ভাইরাল ঐ ফেসবুক পোস্ট এ আরেক মন্তব্যে পারভেজ আহমেদ শুভ বলেন এমন লোকের জন্যই দলের আজকে বদনাম হচ্ছে। 

ভাইরাল হওয়া ঐ ছবির বিষয়ে রাশেদুল আলম খান সাংবাদিকদের জানান, তৎকালীন সময়ে নগরীর তালটিয়া এলাকায় একটি রাস্তার কাজ আনার জন্য আমি মেহের আফরোজ চুমকির বাসায় গিয়েছিলাম, আওয়ামী লীগ এ ও আমার কোনো পদ পজিশন নেই, বিএনপিতে ও কোনো পদ নেই। 

বিজ্ঞাপন

পূবাইল থানা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, রাশেদুল আলম খান নামে আমি কোনো যুবদল নেতাকে চিনিনা, সে ফেস্টুন করার সময় আমার অনুমতি নেয়নি, আমি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহন করেছি, ইতোমধ্যে তার ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে, কারো কুকর্মের দায় যুবদল নিবে না, যারা ৫ আগস্টের আগে আওয়ামী লীগ করেছে, তাদের ঠাই যুবদলে হবে না।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD