Logo

বাগাতিপাড়ায় মরণ ফাঁদে যাত্রী ছাউনি

profile picture
উপজেলা প্রতিনিধি
নাটোর
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:২০
33Shares
বাগাতিপাড়ায় মরণ ফাঁদে যাত্রী ছাউনি
ছবি: প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের পকেটখালি মোড়ে অবস্থিত একটি যাত্রী ছাউনি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে এখন এক ভয়ংকর মরণ ফাঁদে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার শেষ প্রান্তে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির পাশ দিয়েই সংযোগ হয়েছে রাজশাহীর পুঠিয়া-আড়ানী-বাঘা সড়কের সঙ্গে। প্রতিদিন শতশত যাত্রী এই রাস্তায় যাতায়াত করেন। দূর-দূরান্ত থেকে আসা ক্লান্ত যাত্রীদের জন্য একমাত্র আশ্রয়স্থল হলেও জরাজীর্ণ অবস্থা এখন যাত্রীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ছাউনিটির খুঁটি ভেঙে পড়েছে, কোনোভাবে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। টিনের চালায় অসংখ্য ফুটা, পামের দেয়ালে বড় বড় ফাটল-যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে পুরো ছাউনি। তবুও বাধ্য হয়ে পথচারী ও যাত্রীরা এর নিচেই বসে থাকছেন।

স্থানীয় বাসিন্দা সুজন আলী (২৮) বলেন, “প্রায় ২০ বছর আগে এই ছাউনিটি নির্মাণ করা হয়েছিল। আগে প্রতিদিন মানুষ বসতো, এখন ভাঙা হয়ে যাওয়ায় কিছুটা কমে গেছে, কিন্তু ক্লান্ত যাত্রীরা এখনো এখানে আশ্রয় নেন।”

বিজ্ঞাপন

পাশের চায়ের দোকানদার তরিকুল ইসলাম (৪৫) জানান, “৩ কিলোমিটারের মধ্যে কোনো বসতবাড়ি নেই। ফলে বিভিন্ন হাটের যাত্রী, ভ্যানচালক ও পথচারীরা এখানে বসেন। তাই দ্রুত সংস্কার প্রয়োজন।”

স্থানীয় চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, “যাত্রী ছাউনিটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা উপজেলা প্রশাসনের কাছে পুনঃনির্মাণ বা সংস্কারের অনুরোধ করেছি।”

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন জানান, “আমরা বিষয়টি জেনেছি। সংস্কারের প্রস্তাব তৈরি করা হয়েছে এবং দ্রুত সংস্কারের চেষ্টা চলছে।”

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD