বগুড়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর একই পরিবারের বাবা-ছেলেসহ আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত মা-মেয়ে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশা চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহতরা হলেন- বিপুল চন্দ্রের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রুপা মনি দাস (১২)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে বিপুল চন্দ্র দাস পরিবারসহ শ্বশুরবাড়ি সারিয়াকান্দির নারচী গ্রামে যাচ্ছিলেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে বাসযোগে বগুড়া শহরে পৌঁছে তিনি অটোরিকশায় করে গন্তব্যে রওনা হন। পথে ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক শুকুর আলীর মৃত্যু হয়।
পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল চন্দ্র দাস ও তার শিশু পুত্র মারা যান। গুরুতর আহত মমতা রানী ও রুপা মনি দাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।








