Logo

সীমান্তবর্তী পূজা মন্ডপে কঠোর নিরাপত্তায় বিজিবি

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:০৩
36Shares
সীমান্তবর্তী পূজা মন্ডপে কঠোর নিরাপত্তায় বিজিবি
ছবি প্রতিনিধি।

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী পূজা মন্ডপগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে লালমনিরহাটে ৮৭টি এবং কুড়িগ্রামে ৫৮টি সহ মোট ১৪৫টি পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর থেকে বিজিবির ১৭টি বিওপি (বর্ডার আউট পোস্ট) এসব পূজা মন্ডপে টহল ও নিয়মিত পরিদর্শন চালাচ্ছে। ফলে পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীরা বিজিবির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি লালমনিরহাট জেলার সীমান্তবর্তী দুরাকুটি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।

তিনি এসময় সাংবাদিকদের বলেন, ‘লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ১৪৫টি পূজা মন্ডপের নিরাপত্তা প্রদানে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিমা বিসর্জনের আগ পর্যন্ত বিজিবির টহল কার্যক্রম অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD