Logo

তিস্তার পানিতে ডুবে গেল ফসল, বিপদে কৃষকেরা

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
৭ অক্টোবর, ২০২৫, ২১:৪৬
22Shares
তিস্তার পানিতে ডুবে গেল ফসল, বিপদে কৃষকেরা
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে জেলার নিচু এলাকা পানিতে ডুবে গেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে স্থানীয় কৃষকদের।

বিজ্ঞাপন

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, অনেক জমি এখন পানির নিচে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধান ও শাকসবজির। ওই এলাকার একজন কৃষক সম্বল তিস্তার পাড়ে দুই বিঘা জমিতে আমন ধান রোপন করেছিলেন। কিন্তু আকস্মিক বন্যায় তার জমি এখন পুরোপুরি পানির নিচে। তিনি জানান,ধান গাছগুলো প্রায় বেড়ে উঠেছিল,কিন্তু এখন কিছুই করার নেই। জমিতে শুধু পানি আর কচুরিপানা।

স্থানীয় কৃষকরা জানান, তারা অনেক কষ্ট করে চারা লাগিয়েছিলেন। অনেক আশা ছিল,এবার ফলন ভালো হবে। কিন্তু হঠাৎ এই বন্যায় সব শেষ হয়ে গেছে। শুধু সম্বলই নন, এলাকার আরও অনেক কৃষক একই সমস্যায় পড়েছেন। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম ও নামা ভরট এলাকায় গিয়ে দেখা গেছে, কৃষকরা ডুবে যাওয়া ধানের জমি থেকে কচুরিপানা পরিষ্কার করছেন, যাতে পানি কিছুটা বের হয় এবং ক্ষতি কম হয়।

বিজ্ঞাপন

সরকারি হিসেব অনুযায়ী,জেলায় প্রায় ১ হাজার ৭৮৬ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে আমন ধান ও সবজির ক্ষতি সবচেয়ে বেশি। বন্যার পানি কোথাও কোথাও বাড়ির ভেতরও ঢুকে পড়েছে। এতে সাধারণ মানুষও বিপাকে পড়েছে।

কৃষকরা এখন চিন্তায় পড়েছেন, কীভাবে আবার চাষাবাদ শুরু করবেন। অনেকের কাছে বীজ বা সারের টাকাও নেই। তারা সরকারের কাছে সহযোগিতা চাইছেন-যাতে ক্ষতি পুষিয়ে নিয়ে আবার নতুন করে ফসল ফলাতে পারেন।

এই হঠাৎ বন্যা প্রমাণ করে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের কৃষি কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। এখন সময় এসেছে দীর্ঘমেয়াদি পরিকল্পনার, যাতে এমন পরিস্থিতিতে কৃষকরা বারবার ক্ষতিগ্রস্ত না হন।

বিজ্ঞাপন

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান দৈনিক জনবাণীকে বলেন, সোমবার (০৬ অক্টোবর) তিস্তায় পানি বৃদ্ধি শুরু হলে স্থানীয় মেম্বারদের মাধ্যমে চরাঞ্চলের ঝুকিপূর্ণ কয়েকটি পরিবারকে উদ্ধার করা হয়েছে। সেখানে আমাদের উদ্ধার কর্মী ও নৌকা প্রস্তুত আছে। এছাড়াও আমরা পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রেখেছি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

তিস্তার পানিতে ডুবে গেল ফসল, বিপদে কৃষকেরা