Logo

চট্টগ্রামে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৮ অক্টোবর, ২০২৫, ১১:১৬
31Shares
চট্টগ্রামে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ধবার (৮ অক্টোবর) সকালে এ ঘটনার জেরে ক্ষুব্ধ হেফাজতের নেতাকর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সকাল থেকে যানচলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে শত শত গাড়ি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ। 

বিজ্ঞাপন

তিনি বলেন, হেফাজত নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলের দিকে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত নেতার মৃত্যু হয়।

সোহেল চৌধুরী মোটরসাইকেল চালিয়ে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মাওলানা সোহেল। পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নিহত মাওলানা সোহেল চৌধুরীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন। ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের একজন সক্রিয় কেন্দ্রীয় নেতা হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD