Logo

পবিত্র কুরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে ঈদগাঁওয়ে বিক্ষোভ

profile picture
উপজেলা প্রতিনিধি
কক্সবাজার
৮ অক্টোবর, ২০২৫, ১১:৪৭
25Shares
পবিত্র কুরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে ঈদগাঁওয়ে বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

পবিত্র কোরআন অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কক্সবাজারের ঈদগাঁও ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) ​বিকেলে বাজারের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাস স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুনরায় স্টেশনের পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। ​

বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ রমজান আলী ও যুগ্ম সম্পাদক হাফেজ মুবিনুল ইসলাম।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা পবিত্র কোরআনের অপমান, সইবে না রে মুসলমান, কোরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই—অপূর্ব পালের ফাঁসি চাই স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। তাদের হাতে ছিল পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ সম্বলিত ব্যানার ও ফেস্টুন। ​

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআন হলো মুসলমানদের হৃদয়ের স্পন্দন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার ঘটনা কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে চরম আঘাত হেনেছে। তারা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ আরও বলেন, দেশে বারবার এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে তা বন্ধ হচ্ছে না।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত অপূর্ব পালের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সাহস না পায়, সেজন্য কঠোর আইন প্রণয়নেরও আহ্বান জানান তারা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD