Logo

কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ আটক ১

profile picture
উপজেলা প্রতিনিধি
খুলনা
১০ অক্টোবর, ২০২৫, ১৫:১৭
28Shares
কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ আটক ১
ছবি: প্রতিনিধি

কয়রায় নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামের এক ব্যাক্তিকে আটক করেছে। সে ৬ নং কয়রা এলাকার মৃত এইচ, এম শওকত হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিনগর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে তার বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার ৬ নং কয়রা গ্রামে অভিযান চালিয়ে সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করেছে যৌথ বাহিনী।

বিজ্ঞাপন

কয়রা থানার এসআই তারিক মাহমুদ বলেন, নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ অভিযানে ৬নং কয়রা গ্রামে সেলিম হাওলাদারের বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে কয়রা থানায় মামলা হয়েছে।

তবে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে একটা কুচক্র মহল রাজনৈতিক ফাঁদা হাসিলের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের শ্যালক পরিচয় দিচ্ছে। জামায়াতে ইসলামী কয়রা উপজেলা মিডিয়া সেলের পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ বিষয় স্থানীয় দের সঙ্গে কথা হলে তারা অভিযোগ করে বলেন, মূল চোরা হরিণ শিকারীরা সব সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ আটক ১