Logo

কিশোরগঞ্জে সিটিল্যাব হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১০ অক্টোবর, ২০২৫, ১৫:৩০
25Shares
কিশোরগঞ্জে সিটিল্যাব হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যু
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিটিল্যাব হেলথ কেয়ার হসপিটালে চিকিৎসকের অবহেলা ও গাফিলতিতে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নবজাতক হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. নাজমুল ও মোছা. তামান্না আক্তার দম্পতির সন্তান।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে ৬ অক্টোবর বিকালে। ওইদিন রাতেই নবজাতকের মামা মো. হিমেল কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ঐদিন সকাল সাড়ে ৬টার দিকে প্রসব ব্যথা শুরু হলে তামান্না আক্তারকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসক না পেয়ে দ্রুত কিশোরগঞ্জের সিটিল্যাব হেলথ কেয়ারে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

পরিবারের দাবি, হাসপাতালে পৌঁছানোর পর ৪ ঘণ্টারও বেশি সময় চিকিৎসক না থাকায় ক্লিনিক কর্তৃপক্ষ নানা অজুহাতে প্রসূতিকে আটকে রাখে। পরে বিকেল আড়াইটার দিকে এক চিকিৎসক এসে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব করান।

নবজাতকের জন্মের পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও কর্তৃপক্ষ তা গোপন করে রাখে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে রাখে। একপর্যায়ে নবজাতকটির মৃত্যু হয়। পরবর্তীতে ক্লিনিকের পক্ষ থেকে বলা হয়, বাচ্চাকে বাঁচাতে হলে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।পরিবারের দাবি, এই সময়েই নবজাতক মারা গিয়েছিল।

বিজ্ঞাপন

অভিযোগ দায়েরের পর থেকেই ক্লিনিক কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর হয়। স্থানীয় সূত্র জানায়, ৯ অক্টোবর রাতে জেলা বিএনপির একজন শীর্ষ নেতার উপস্থিতিতে ক্লিনিকের অফিস কক্ষে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ক্লিনিক কর্তৃপক্ষ চিকিৎসায় অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চায় এবং নবজাতকের পরিবারের হাতে ৫০-৬০ হাজার টাকার একটি খাম দিতে চায়, যা পরিবার ফেরত দেয়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, পর্দার আড়ালে মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে ঘটনাটি দফারফা করা হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কিশোরগঞ্জে সিটিল্যাব হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যু