ধানের শীষকে বিজয়ী করতে জনসাধারণ মুখিয়ে রয়েছে: ড. কিবরিয়া

৩১ দফার প্রতি জনসাধারণের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল। যারা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে মুখিয়ে রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এদিন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত অধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডলের কবর জিয়ারতের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ভেসে এলো মৃত গন্ডারের
কবর জিয়ারত শেষে উপস্থিত নেতদের উদ্দেশ্যে ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল বলেন, আমার বড় ভাই দীর্ঘদিন গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপির নেতৃত্ব দিয়েছে। একজন সৎ ব্যক্তি এবং যোগ্য নেতৃত্বের কারণে আজও তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গসহযোগী নেতাদের কাছে সমাদৃত।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমি এরই মধ্যে ১৪টি ইউনিয়নে গণসংযোগ করেছি। সেখানে ৩১ দফার প্রতি জনসাধারণের পূর্ণ সমর্থন দেখেছি। যারা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে মুখিয়ে রয়েছে। পরে তিনি মোটরসাইকেল শোডাউন করে নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণে বের হন।
এ সময় বিএনপির ইউনিয়ন নেতা আব্দুল মান্নান মহলদার, মইনুল ইসলাম, হাকিম মণ্ডল, সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, বেলাল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানাসহ বিএনপি ও সহযোগী-অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








