Logo

ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশার চালক

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১০ অক্টোবর, ২০২৫, ১৫:৪৪
20Shares
ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশার চালক
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে উঠতে না দেওয়ায় এক ট্রাফিক পুলিশ সদস্যের মাথায় আঘাত করেছেন এক অটোরিকশা চালক। ঘটনার পরপরই হামলাকারী চালককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার মাছিমপুর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ট্রাফিক সদস্যের নাম মো. সাঈদ (৬০)। তিনি গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগের কনস্টেবল পদে কর্মরত। আটক চালকের নাম মো. মুস্তাকিন (৩৫)। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে কনস্টেবল সাঈদ অটোরিকশাচালকদের মূল সড়কে প্রবেশে নিষেধ করেন। কিন্তু মুস্তাকিন নির্দেশ অমান্য করে সড়কে উঠতে চাইলে পুলিশ সদস্য তার টেস্টার দিয়ে অটোরিকশার টায়ারে আঘাত করেন। এতে ক্ষুব্ধ হয়ে চালক নেমে এসে কনস্টেবলের মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হয়ে পড়েন।

পরে স্থানীয়রা আহত কনস্টেবলকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী মুস্তাকিনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD