Logo

‘‎পিআর পদ্ধতিতে নির্বাচন হলে হাসিনার মতো ফ্যাসিজম আসতে পারবে না’

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১০ অক্টোবর, ২০২৫, ১৬:৪১
14Shares
‘‎পিআর পদ্ধতিতে নির্বাচন হলে হাসিনার মতো ফ্যাসিজম আসতে পারবে না’
ছবি: প্রতিনিধি

‎নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও ৪ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, ‎জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গণ মিছিল ‎পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে জুলাই সনদ বাস্তবায়নসহ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এদেশে যেনো আর কোনো অন্যায়, জুলুম ও হাসিনার মতো ফ্যাসিজম না আসতে পারে।

বিজ্ঞাপন

‎শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুম্না শহরের মিশন পাড়া মোর থেকে এক বিশাল গণ মিছিল শুরু হয়।

‎তিনি আরও বলেন, আমরা বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে ছাত্র জনতার উপর অন্যায় ও জুলুম নির্যাতনের বিচার করতে হবে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন পিআর পদ্ধতিতে দাবি জানাই।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর দীর্ঘ দিনের দাবি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করার এবং নির্বিচারে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে ও সঠিক বিচারের দাবিতে জুলাই সনদ অত্যাবশ্যক।

বিজ্ঞাপন

‎আমরা বারবার বলতে চাই, জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা বলেছি ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি, জুলুম ও নির্যাতের বিচার দৃশ্যমান হতে হবে। কিন্তু বর্তমান সরকার অনেকগুলো বিষয় নিয়ে কাজ করার কথা বলেও এখনো পর্যন্ত নির্বাচনের জন্য যে লেবেল প্লেয়িং ফিল্ড দরকার, তা করতে ব্যর্থ হয়েছে।

‎পিআর পদ্ধতিতে বাংলাদেশ পরিচালিত হয় তাহলে আর কোনো ফেসিজম মধ্য দিয়ে আগামী দিনে যদি বাংলাদেশ পরিচালিত হয় তাহলে আর কোনো ফেসিজম বাংলাদেশে তৈরি হবে না। তাহলে মানুষের অধিকার নিয়ে আর কেউ ছিনিমিনি খেলবে না। আগের মত মানুষকে নানাভাবে নির্যাতন করার জন্য নতুন নতুন কোনো আয়নাঘর তৈরি হবে না।

বিজ্ঞাপন

‎সাংবাদিকরা তাদের লিখানি অনুযায়ী সঠিক ও সত্য তথ্য ঠিকভাবে প্রচার করতে পারবেন। কেউ আর নতুন করে কোনো মিডিয়াকে বন্ধ করার দুঃসাহস পাবে না। কোনো দল কোনো দলের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে নিজের দলকে বড় করার জন্য এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের মত চেষ্টা করবে না। সবাই মিলেমিশে ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে থাকতে পারব।

‎গণ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিন এবং মহানগরী ও থানা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD