Logo

মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলি, উখিয়ায় রোহিঙ্গা গুলিবিদ্ধ

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১০ অক্টোবর, ২০২৫, ১৭:৩৯
25Shares
মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলি, উখিয়ায় রোহিঙ্গা গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

মিয়ানমারে আবারও শুরু হয়েছে সংঘাত। কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় থেমে থেমে গুলির শব্দ ভেসে আসছে। এতে সীমান্তবর্তী এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ১১টার পর থেকে রাত আড়াইটা পর্যন্ত এ গোলাগুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, মিয়ানমারের সীমান্ত এলাকায় সরকারি বাহিনীকে হটিয়ে আরাকান আর্মি নিয়ন্ত্রণ নিয়েছে। তবে সম্প্রতি আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ বেড়েছে। এর আগেও শনিবার (০৪ অক্টোবর) একই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি— ধামনখালী, বালুখালী, রহমতের বিল, নলবনিয়া, আঞ্জুমান পাড়া এবং পার্শ্ববর্তী ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ ভেসে আসছে।

উখিয়ার পালংখালীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, মিয়ানমারের ওপারে রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মিদের মধ্যে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে মিয়ানমার থেকে আসা গুলিতে মো. ইয়াসের নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তিনি উখিয়া ১২ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

তিনি আরও জানান, বর্তমানে মিয়ানমারে চলমান সংঘাতে এপারের বাসিন্দারা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরসার মধ্য এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে গোলাগুলির শব্দের ঘটনায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অনেকে বাড়িতে নিরাপদে অবস্থান নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দীন জানান, সীমান্ত পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলি, উখিয়ায় রোহিঙ্গা গুলিবিদ্ধ