‘চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগা ভবনে অগ্নিনিরাপত্তা সনদ ছিল না’

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড)-এর ৮ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলেও সেটির অগ্নিনিরাপত্তা সনদ ছিল না। এছাড়া ভবনের দুই পাশ থেকে আগুন নেভানোর পর্যাপ্ত জায়গা না থাকায় দমকল বাহিনী বড় চ্যালেঞ্জের মুখে পড়ে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “ভবনের জন্য অগ্নিনিরাপত্তা সনদের আবেদন করা হয়েছিল, কিন্তু নিয়ম অনুযায়ী পরিদর্শন হওয়া হয়নি। দুর্ঘটনার সময় দুই পাশ থেকে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি; অন্য দুই পাশ থেকে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
আগুনের সূত্রপাত ঘটে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ৮ তলা ভবনের ৭ তলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। যদিও রাত ১০টার হালকা বৃষ্টিপাত হয়, তবুও আগুন নেভানো যায়নি। ভবনের কিছু অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়ে।
বিজ্ঞাপন
শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, তবে পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগবে। ফায়ার সার্ভিস জানায়, সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ভবনে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানি রয়েছে। আগুনের সূত্রপাত এই দুই প্রতিষ্ঠানের গুদাম থেকে।








