Logo

রূপপুর পারমাণবিক কেন্দ্রের দ্রুত কাজের জন্য দোয়া চাইলেন চেয়ারম্যান

profile picture
উপজেলা প্রতিনিধি
বাগেরহাট
২ নভেম্বর, ২০২৫, ১৩:৩৮
8Shares
রূপপুর পারমাণবিক কেন্দ্রের দ্রুত কাজের জন্য দোয়া চাইলেন চেয়ারম্যান
ছবি: প্রতিনিধি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করার জন্য সকলের কাছে দোয়া চাইলেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) দুপুরে তিনি মোংলার পৌর শহরের বিএলএস মসজিদ দোয়া মাহফিলের মাধ্যমে দোয়া চান এবং বিকেলে উপজেলার টাটিবুনিয়া মন্দির ও সন্ধ্যায় দিগরাজ মন্দিরে গিয়ে সকলে কাছে আশীর্বাদ কামনা করেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ হওয়ার কথা রয়েছে, কাজও চলছে পুরোদমে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল ইউনিট সমানভাবে উৎপাদনে যাবে। তাই সবাইকে বলব-দোয়া করেন, যাতে আমরা এটা ঠিক মতো করতে পারি। সুন্দর ও সঠিক ভাবে যদি কাজ সম্পন্ন হয়, তা হলে দুই ইউনিট মিলে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। যা দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিবেশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। এর আগে সকালে মোংলায় পৌছালে সরকারের এ কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা জানানা বিএনপির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেরা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম, গোলাম নুর জনি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, মিঠাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও খানজাহানসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০১৬ সালে শুরু হওয়া দেশের এ মেগা প্রকল্পের কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এখনও চলছে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই শেষ হওয়ার কথা রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD