Logo

অভিযোগের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, এসআইসহ তিন সদস্য আহত

profile picture
জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর, ২০২৫, ১৫:১০
14Shares
অভিযোগের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, এসআইসহ তিন সদস্য আহত
ছবি: প্রতিনিধি

বিজ্ঞাপন

ফেনীর পরশুরামে অভিযোগের তদন্তে গিয়ে সন্ত্রাসীদের হামলায় এক উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের গুনাগাজি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় নারী শেফালী আক্তারকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে কোলাপাড়া গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনের দুই ছেলে ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের তদন্ত করতে এসআই মুন্না দুই কনস্টেবলকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি শান্ত করে মীমাংসার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

মীমাংসা শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার সময় অভিযোগে উল্লেখিত ফারুক হোসেন ও তার দুই ছেলে ফয়সাল ও রাজিব ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এসআই মুন্না, কনস্টেবল রুহুল আমিন এবং নাজমুল গুরুতর আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় রেজাউল করিম বলেন, পুলিশ উভয় পক্ষের কথা শুনে মীমাংসা করিয়ে দেওয়ার পর হঠাৎ এক পক্ষ পুলিশের ওপর হামলা চালায়।

এসআই মুন্না বলেন, তদন্ত শেষে চলে আসার সময় ফারুক হোসেন ও তার দুই ছেলে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমি এবং দুই কনস্টেবল আহত হই।

বিজ্ঞাপন

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।

মীমাংসা শেষে ফিরে আসার সময়ে পুলিশের ওপর হামলা করা হয়। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হামলাকারিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD