Logo

বিজিবির অভিযানে লালমনিরহাট সীমান্তে ফেনসিডিলসহ গরু উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১
21Shares
বিজিবির অভিযানে লালমনিরহাট সীমান্তে ফেনসিডিলসহ গরু উদ্ধার
ছবি প্রতিনিধি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ভারতীয় গরু ও ফেনসিডিল জব্দ করেছে। এসব অভিযানে বিজিবি আবারও সীমান্ত নিরাপত্তায় তাদের অটুট অবস্থান প্রদর্শন করেছে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ ডিসেম্বর রাত ১২টা ৪০ মিনিটে আদিতমারী থানার আদর্শপাড়া এলাকায় দুর্গাপুর বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। পরিস্থিতি বুঝতে পেরে তারা গরু ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়।

অন্যদিকে, ৬ ডিসেম্বর রাত ১২টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার মোহরটারী এলাকায় গংগারহাট বিওপি’র টহলদল আরেকটি অভিযান পরিচালনা করে। টহলদল উপস্থিত হওয়ার পর চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

১৫ বিজিবি জানায়, জব্দকৃত ২টি গরুর আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং ৪৫ বোতল ফেনসিডিলের সিজার মূল্য ১৮ হাজার টাকা। মোট উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য প্রায় ২ লাখ ৬৮ হাজার টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, ‘দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD