এক মাস পর খুলল শিক্ষাপ্রতিষ্ঠান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এক মাস পর খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এক মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। যারা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে তারাই কেবল শ্রেণিকক্ষে ক্লাস করতে পারবে।

ছাড়া প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে মার্চ।

এর আগে গত ২১ জানুয়ারি করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করেছিল সরকার। আর ১৩ জানুয়ারি থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যা পরে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে চলবে বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

গত ২০ ফেব্রুয়ারি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ২০ নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করেন।

নির্দেশনাগুলো হলো-

. শিক্ষাপ্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থী কোডিড-১৯ টিকার ২য় ডোজ গ্রহণ করেছে সে সকল শিক্ষার্থী সশরীরে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।

.