শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কাল উদ্বোধন হবে ২ হাজারের বেশি স্কুল ভবন


জনবাণী ডেস্ক
🕐 প্রকাশ: ১০:৩৭ এএম, ১৩ই নভেম্বর ২০২৩

Janobani Bangla NewsPaper

ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (১৩ নভেম্বর) দেশের ২ হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিবেন তিনি। এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নবনির্মিত ভবন, কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টার, ৪টি মাল্টিপারপাস অডিটোরিয়ামের উদ্বোধন হবে।


রবিবার (১২ নভেম্বর)প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম আনসারুজ্জামানের সই করা এক চিঠিতে দেশের সব শিক্ষা অফিসারকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।


আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল প্রকাশ


এতে বলা হয়, ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন নবনির্মিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবন, কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টার, ৪টি মাল্টিপারপাস অডিটোরিয়াম এবং ২০২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন (মোট ২০২৯টি ভবন) শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সব জেলার জেলা প্রশাসকের দপ্তর থেকে লাইভ সম্প্রচার করা হবে।


আরও পড়ুন: ড্যাফোডিল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ


সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিন্টেনডেন্ট, পিটিআইকে এই উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে তথ্য উপাত্ত ও আওতাধীন কর্মকর্তা/প্রধান শিক্ষকসহ উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করে নাম ফলক স্থাপন নিশ্চিত করতে বলা হয়েছে।


জেবি/এসবি

স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ


জনবাণী ডেস্ক
🕐 প্রকাশ: ০৩:৩১ পিএম,২৮শে নভেম্বর ২০২৩

Janobani Bangla NewsPaper

ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামী বছরে প্রথম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ডিজিটাল অনলাইন লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। 


মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 


জানা যায়, ডিজিটাল অনলাইন লটারি কার্যক্রমে সফটওয়্যারের মাধ্যমে র‍্যান্ডম পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হয়। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সরাসরি তত্ত্বাবধানে উক্ত ডিজিটাল অনলাইন লটারি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়। 


আগামী শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন ৬৫৮টি সরকারি এবং ৩ হাজার ১৮৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয় গত ২৪ অক্টোবর। যা চলে ১৮ নভেম্বর পর্যন্ত। 


আরও পড়ুন: সাফল্য ধরে রেখেছে ঢাকা কলেজ


সব মিলিয়ে দেশজুড়ে  ৩৮৪৬টি বিদ্যালয়ে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত মোট ১০ লাখ ৬০ হাজার ৯টি শূন্য আসনের বিপরীতে ৮ লাখ ৭৩ হাজার ৭৯২টি আবেদন গৃহীত হয়। গৃহীত আবেদনসমূহ হতে ভর্তির লক্ষ্যে শ্রেণিভিত্তিক বণ্টন কার্যক্রমে ডিজিটাল লটারি পদ্ধতি অবলম্বন করা হয়। 


মহামারি করোনাভাইরাসের কারণে ২০২১ সাল থেকে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। 


আরও পড়ুন: কোন বোর্ডে পাসের হার কত?


ভর্তি নীতিমালা অনুসারে, সাধারণ, ক্যাচমেন্ট, মুক্তিযোদ্ধা, পোষ্য কোটা, অক্ষম, সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিবন্ধী কোটাসহ নিয়মানুযায়ী সকল কোটা বিবেচনা করা হয়েছে। শূন্য আসন থাকা সাপেক্ষে এবং প্রার্থীর স্ব-স্ব ক্ষেত্রে ক্লাস, শিফট ও পছন্দের ক্রমানুযায়ী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


জেবি/এসবি


এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৮১২ জন

সাফল্য ধরে রেখেছে ঢাকা কলেজ


ক্যাম্পাস প্রতিনিধি
🕐 প্রকাশ: ০৩:০৩ পিএম,২৬শে নভেম্বর ২০২৩

Janobani Bangla NewsPaper

ফাইল ছবি।

রাজধানীর ঐতিহ্যাবাহী  ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৩ এ ১ হাজার ৯২ জন  অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৮১২ জন শিক্ষার্থী। আর পাসের হার ৯৯.৫৪ শতাংশ।


রবিবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।


তিনি বলেন, এবার ঢাকা কলেজ থেকে  মোট ১ হাজার ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৯২ জন শিক্ষার্থী পুরো পরীক্ষায় অংশ নিয়েছেন। পাস করেছেন ১ হাজার ৮৭ জন। সেই হিসেবে পাসের হার ৯৯.৫৪ শতাংশ।


তিনি আরও বলেন, বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৮৩৩ জন, ফেল করেছেন ৫ জন এবং জিপি ৫ পেয়েছেন ৬৬৪ জন।


ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছেন ১২৯ জন। ফেল করেছেন ২ জন এবং জিপি-৫ পেয়েছেন ৬৬ জন।


মানবিক বিভাগ থেকে পাস করেছেন ১২৯ জন এবং  জিপিএ-৫ পেয়েছেন ৮২ জন।


পরীক্ষার ফলাফলের  ব্যাপারে তিনি তাৎক্ষণিকভাবে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা আরও ভালো করতে চাই। শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ফল উন্নতির চেষ্টা করা হচ্ছে।


এর আগে রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসির ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এরপর নিজ নিজ বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন ১১ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এরপর বেলা ১১টায় পর থেকে শিক্ষার্থীরা এসএমএস, নির্ধারিত ওয়েবসাইট ও প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ফল দেখতে পাচ্ছেন।


ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারেও এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ। 


গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।



আরএক্স/

কোন বোর্ডে পাসের হার কত?


জনবাণী ডেস্ক
🕐 প্রকাশ: ০১:২২ পিএম,২৬শে নভেম্বর ২০২৩

Janobani Bangla NewsPaper

ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।


রবিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন। এখনো চূড়ান্ত ফলাফল না পাওয়া গেলেও জানা গেছে কয়েকটি শিক্ষাবোর্ডের পাসের হার।


ফলাফলে দেখা গেছে, 

ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, 

বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, 

রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, 

কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ,

 চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ,

যশোরে পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ।

সিলেট বোর্ডে ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ। 

এ ছাড়া ময়মনসিংহ ও দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।


সকল শিক্ষাবোর্ডের মিলিয়ে এবার এইচএসসি পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাস করেছেন ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। কারিগরি বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ।


এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ জন।


জেবি/এসবি

কারিগরি বোর্ডে পাসের হার ৯১.২৫ শতাংশ


জনবাণী ডেস্ক
🕐 প্রকাশ: ১২:৫৮ পিএম,২৬শে নভেম্বর ২০২৩

Janobani Bangla NewsPaper

ফাইল ছবি

২০২৩ সালের বছরে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি বিএম-ভোকেশনাল পরীক্ষায় পাস করেছেন ৯১ দশমিক ২৫ শতাংশ পরীক্ষার্থী। এবার কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ৪৯ হাজার ৮৫৯ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে কৃতকার্য হয়েছেন এক লাখ ৩৬ হাজার ৭৫১ জন। গেলত বছর অর্থাৎ ২০২২ সালে কারিগরি বোর্ডে এইচএসসিতে পাসের হার ছিল ৯৪ দশমিক ৪১ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৩ দশমিক ১৬ শতাংশ।


রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হারও বেশ কমেছে। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার এইচএসসি ও সমমানে সব বোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ।


আরও পড়ুন: মাদরাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ


এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ড চেয়ারম্যানরা।


আরও পড়ুন: এইচএসসি-সমমানের পাসের হার ৭৮.৬৪ শতাংশ


এদিকে, দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


জেবি/এসবি

মাদরাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ


জনবাণী ডেস্ক
🕐 প্রকাশ: ১২:১৮ পিএম,২৬শে নভেম্বর ২০২৩

Janobani Bangla NewsPaper

ফাইল ছবি

২০২৩ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাস করেছেন  ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। গেল বছর অর্থাৎ ২০২২ সালে পাসের হার ছিল ৯২ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে আলিমে পাসে হার প্রায় এক দশমিক ৮১ শতাংশ কমেছে।


রবিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।


আরও পড়ুন: এইচএসসি-সমমানের পাসের হার ৭৮.৬৪ শতাংশ


জানা যায়, চলতি বছর মাদরাসা বোর্ড থেকে ৯৮ হাজার ১৩৯ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী।


জেবি/এসবি