মাদরাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩


মাদরাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ
ফাইল ছবি

২০২৩ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাস করেছেন  ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। গেল বছর অর্থাৎ ২০২২ সালে পাসের হার ছিল ৯২ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে আলিমে পাসে হার প্রায় এক দশমিক ৮১ শতাংশ কমেছে।


রবিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।


আরও পড়ুন: এইচএসসি-সমমানের পাসের হার ৭৮.৬৪ শতাংশ


জানা যায়, চলতি বছর মাদরাসা বোর্ড থেকে ৯৮ হাজার ১৩৯ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী।


জেবি/এসবি