এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৮১২ জন
সাফল্য ধরে রেখেছে ঢাকা কলেজ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩
রাজধানীর ঐতিহ্যাবাহী ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৩ এ ১ হাজার ৯২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৮১২ জন শিক্ষার্থী। আর পাসের হার ৯৯.৫৪ শতাংশ।
রবিবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, এবার ঢাকা কলেজ থেকে মোট ১ হাজার ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৯২ জন শিক্ষার্থী পুরো পরীক্ষায় অংশ নিয়েছেন। পাস করেছেন ১ হাজার ৮৭ জন। সেই হিসেবে পাসের হার ৯৯.৫৪ শতাংশ।
তিনি আরও বলেন, বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৮৩৩ জন, ফেল করেছেন ৫ জন এবং জিপি ৫ পেয়েছেন ৬৬৪ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছেন ১২৯ জন। ফেল করেছেন ২ জন এবং জিপি-৫ পেয়েছেন ৬৬ জন।
মানবিক বিভাগ থেকে পাস করেছেন ১২৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৮২ জন।
পরীক্ষার ফলাফলের ব্যাপারে তিনি তাৎক্ষণিকভাবে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা আরও ভালো করতে চাই। শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ফল উন্নতির চেষ্টা করা হচ্ছে।
এর আগে রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসির ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এরপর নিজ নিজ বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন ১১ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এরপর বেলা ১১টায় পর থেকে শিক্ষার্থীরা এসএমএস, নির্ধারিত ওয়েবসাইট ও প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ফল দেখতে পাচ্ছেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারেও এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।
গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
আরএক্স/