Logo

গণমাধ্যমের ওপর আক্রমণ সহ্য করা হবে না: শফিকুল আলম

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৪, ০৬:৪২
41Shares
গণমাধ্যমের ওপর আক্রমণ সহ্য করা হবে না: শফিকুল আলম
ছবি: সংগৃহীত

এই সংবাদটা নামান বা এই সংবাদটা ওঠান

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গণমাধ্যমের ওপর কোনো আক্রমণ সহ্য করা হবে না।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, আমাদের (অন্তর্বর্তীকালীন সরকার) পক্ষ থেকে কোনো পত্রিকা বা কোনো টেলিভিশন বা কোনো নিউজ ওয়েবসাইট বন্ধ করা হয়নি। এমনকি কোনো সংবাদের বিষয়ে আমাদের কিংবা গোয়েন্দা সংস্থা থেকে একটা ফোন করা হয়নি যে এই সংবাদটা নামান বা এই সংবাদটা ওঠান। একে টকশোতে নিতে পারবেন না বা একে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না।

তিনি বলেন, গত ১৫ বছরে এরকম চর্চা ছিল। আমরা যদি মনে করেছি যে, কোনো নিউজ ভুল হয়েছে, আমরা নম্রভাবে বলেছি যে এই নিউজটা ভুল, আপনারা বিষয়টি একটু দেখেন। আমরা বিনয়ের সঙ্গে বলেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অনেক সাংবাদিক জেনেশুনে গুজব ছড়িয়েছেন। আমরা সেগুলো ধরছিই না। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ। গত তিন মাসে কাউকে বলিনি যে এই রিপোর্ট করা যাবে না কিংবা এটা কেন গেল।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD