নারায়নগঞ্জ-১ আসনে সংসদ নির্বাচন করবেন সেলিম প্রধান

আমি বেঁচে থাকতে রূপগঞ্জে কোন চাঁদাবাজী ও মাদক ব্যবসা হতে দেবো না
বিজ্ঞাপন
আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধান আগামী সংসদ নির্বাচনে নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে বারিধারায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সেলিম প্রধান।
বিজ্ঞাপন
এসময় তিনি বলেন, সমাজ সেবক হিসেবে কাজ করতে চাই।রূপগঞ্জ বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ক্রাইম স্পট। আমি রূপগঞ্জ থেকে সকল মাদক ব্যবসা ও চাঁদাবাজী বন্ধ করতে চাই।
বিজ্ঞাপন
সেলিম প্রধান বলেন, অনেক দলই তাকে তাদের দলে নেওয়ার চেষ্টা করছেন। তবে তিনি কোন দলের পরিচয়ে নয় বরং নিজের পরিচয়ে রাজনীতি করতে চান।
বিজ্ঞাপন
তিনি মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের উদ্দেশ্য করে বলেন,হয় চাঁদাবাজি ছাড়ো নয়ত বাংলাদেশ ছাড়ো। আমি বেঁচে থাকতে রূপগঞ্জে কোন চাঁদাবাজী ও মাদক ব্যবসা হতে দেবো না।
বিজ্ঞাপন
এসময় তিনি রূপগঞ্জের সাবেক এমপি ও আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরেন।
বিজ্ঞাপন
তিনি বলেন আমি একাই গাজীর বিরুদ্ধে যুদ্ধ করে গেছি,যাতে রূপগঞ্জের মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারে ক্যাসিনো কান্ড নিয়ে সেলিম প্রধান বলেন, আমাকে বিনা অপরাধে র্যাব আমাকে মিথ্যা টাইটেল দিয়ে অনলাইন ক্যাসিনো এসব বলে আমাকে জেল খাটিয়েছে। তবে ভাগ্য ভালো আমাকে আয়না ঘরে নেয় নাই, ক্রস ফায়ার করে নাই।
বিজ্ঞাপন
আমাকে সম্মানহানি ও হিংস্রাত্মক কারণে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রেফতার করা হয়। কিন্তু ফ্যাসিস্ট সরকার তার আমলে শত চেষ্টার পর ও প্রমাণ করতে পারেনি যে আমি ক্যাসিনোতে জড়িত।
তিনি আরও বলেন, আমার জীবনের সবচেয়ে বড় সাহস হচ্ছে আমি কোন অন্যায় করি নাই,জীবনে কোন ক্রাইম নাই। তিনি রূপগঞ্জের মানুষের জন্য তাদের সেবক হয়ে সকল অন্যায় ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দেন।
বিজ্ঞাপন
এমএল/








