শিগরই প্রকাশিত হচ্ছে এসএসসির ফল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫


শিগরই প্রকাশিত হচ্ছে এসএসসির ফল
ফাইল ছবি।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন ফল প্রকাশের সম্ভাব্য তিনটি তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 


আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা 


মন্ত্রণালয় যে তারিখটির অনুমোদন দেবে, সেদিনই এসএসসির ফল প্রকাশ করা হবে। তবে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই অপেক্ষা শেষ হতে পারে প্রায় ১৫ লাখ পরীক্ষার্থীর।


বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।


তিনি জানান, ‘ফলাফল তৈরির কাজ প্রায় সম্পন্ন। এখন আমরা খুব শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে প্রস্তাব পাঠাব। মন্ত্রণালয়ের অনুমোদনের পর সেই তারিখেই ফল প্রকাশ করা হবে।’


সম্ভাব্য তারিখগুলো কী হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, যেহেতু সবশেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৫ মে, এবং নিয়ম অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের কথা, তাই ১৫ জুলাইয়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। সব কিছু ঠিক থাকলে এ সময়ের মধ্যেই ফল পাবে পরীক্ষার্থীরা।


আরও পড়ুন: সেই ভাইরাল মেয়েটি কাল বসছে এইচএসসি পরীক্ষায়


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১৪,৯০,১৪২ জন শিক্ষার্থী।


এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেন ২,৯৪,৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১,৪৩,৩১৩ জন। মোট পরীক্ষার্থী প্রায় ১৮ লাখ।


এসডি/