এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
সোমবার (৭ জুলাই) সকালে গণমাধ্যমকে তিনি জানান, “পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে। সেই অনুযায়ী আমরা আগামী ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছি। সকল বোর্ড একযোগে ফল প্রকাশ করবে।”
এছাড়াও তিনি জানান, “সেদিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ফলাফল প্রকাশ করবেন। এরপর শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।”
আরএক্স/