ডাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ৯ সেপ্টেম্বর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৩ পিএম, ২৯শে জুলাই ২০২৫


ডাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ৯ সেপ্টেম্বর
ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।


মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় অন্যান্য রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


ডাকসু নির্বাচনে এবারই প্রথমবারের মতো হল প্রাঙ্গণের বাইরে ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে করে ভোটারদের জন্য আরও সহজ ও স্বচ্ছ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


তফসিল অনুযায়ী, ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে শুরু করে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবারের ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন।


উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। দীর্ঘ বিরতির পর ফের এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।



এসডি/