ডব্লিউএইচও বলতে পারছে না ‘নিওকোভ’ কতটা বিপজ্জনক!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

মহামারী করোনাভাইরাসের ওমিক্রন ধরনের পর এবার বিশ্বে নতুন করে আলোচিত হচ্ছে আরেকটি ধরন ‘নিওকোভ’। চীনের উহান শহরের বিজ্ঞানীরা এই নতুন ধরন শনাক্ত করেছেন।
তারা বলছেন, আগের সবগুলো ধরনের মধ্যে এটি সবচেয়ে সংক্রামক ও প্রাণঘাতী।
তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু জানে না বলে জানিয়েছেন মহাপরিচালক টেড্রোস
গেব্রোয়েসুস আধানম।
টেড্রোস গেব্রোয়েসুস আধানম বলেন, করোনার নতুন এই ধরন কতটা বিপজ্জনক সেটি এখনই বলা যাচ্ছে না। এর জন্য গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। বাঁদুড়ের দেহ থেকে পাওয়া এ ধরন সামনের দিনগুলো মানুষের দেহে শনাক্ত হলে তাতে অবাক হওয়ার কিছু নেই। কেননা মানুষের দেহে শনাক্ত হওয়া সংক্রামক রোগের ৭৫ শতাংশই আসে কোনো না পশুর দেহ থেকে। এক্ষেত্রে করোনাভাইরাসও বিভিন্ন প্রাণীর দেহে শনাক্ত হয়েছে।
তবে এবিষয়ে
উহান বিশ্ববিদ্যালয় এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষকরা বলছেন, করোনার নতুন
এ ধরন একবার মিউটেশন হলেই শনাক্ত হতে পারে। সংক্রমণের তীব্রতা বেশি না হলেও এর মারণক্ষমতা
অনেক।
আরএস