পুতুল হত্যা মামলার দুই আসামী নোয়াখালী থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৯ পিএম, ২৪শে সেপ্টেম্বর ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে দুর্বৃত্তদের হাতে নিহত চাঞ্চল্যকর পুতুল মিয়া হত্যা মামলার দুই আসামী লাল মিয়া (৪২) ও বিল্লাল মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো - গোয়াছপুর গ্রামের মুকছুম আলীর পুত্র লাল মিয়া ( ৪২) ও বিল্লাল মিয়া (৩৪)।
চুনারুঘাট থানার এসআই অজিত তালুকদার ও এসআই সদরুল আমিনের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্রবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানায় পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন যাবৎ আত্মগোপন করে থাকা আসামীদেরকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, ৮ জন আসামীর মধ্যে ৪ জন জামিনে আছে। ৪ জন পলাতক ছিলেন, তার মাঝে মুল দুই আসামীকে গ্রেফতার করা হয়। রাত সাড়ে ৯টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ বলেন, দ্রুত বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
