নারায়ণগঞ্জে অস্ত্রসহ ছিনতাইকারী আটক
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৪:১১ এএম, ২৮শে সেপ্টেম্বর ২০২২

ছিনতাইয়ে ব্যবহত ২টি চাপাতি ৩টি মোবাইল
সাদ্দাম হোসেন মুন্না, সিদ্ধিরগঞ্জ: নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে মালামালসহ ৩ ছিনতাইকারী আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম মাসদাইর ছোট কবরস্থান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
এ সময় আটককৃতদের কাজ থেকে ছিনতাইয়ে ব্যবহত ২টি চাপাতি ৩টি মোবাইল ফোনসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, পারভেজ (২৫), রাজু (২৬), রাকিব হোসেন বিজয় (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানার মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
