ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:১৮ এএম, ৮ই অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জে আবারও এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইজিবাইক চালকের নাম মো: সুজন মিয়া (৪৫)।
সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের মিজমিজির শাহী মসজিদ এলাকায় মনসুর মাস্টারের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, শুক্রবার গভীর রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা সুজন মিয়াকে হত্যা করে পালিয়ে যায়।
এসময় নিহতের পাশে একটি ইজিবাইক ছিলো। সে বিষয়েও আমরা খোঁজ নিচ্ছি। আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার পরিবারের লোকজন থানায় আছে।
এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে। পাশাপাশি হত্যাকারিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
