বাংলাদেশী যুবকের লাশ ৫ দিনেও ফেরত দেয়নি বিএসএফ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৭ এএম, ১৩ই অক্টোবর ২০২২

চুয়াডাঙ্গা দামুড়হুদার ছোটবলদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী কৃষক যুবক মুনতাজ আলি(৩৫)এর মৃত দেহ গত ৫ দিনেও ফেরত আসেনি।
নিহতের বৃদ্ধা মা, স্ত্রী পুত্র ও আত্নীয় স্বজনেরা আসার প্রহর গুনছে,কখন আসবে মৃতদেহটি,মরা মুখটি হলেও শেষ বারের মত দেখার সাধ যেনো মিটছেনা, সীমান্তের দিকে তাকিয়ে প্রলাপ বকছে স্ত্রী ও পুত্র, চোখের পানি শুকিয়ে নিথর হয়ে পড়েছে জগৎ জননী "মা" দর্শনা সীমান্ত চেকপোস্ট বিজিবির টহল কমান্ডার আ: জলিল বুধবার (১২ অক্টোবর) সন্ধায় জানান এখনো পর্যন্ত বিএসএফ লাশ ফেরত দেয়ার বিষয়ে কিছু জানায়নি।
দর্শনা থানার ওসি তদন্ত আমানউল্লাহ জানান বুধবার সন্ধা পর্যন্ত লাশ ফেরত দেয়ার সম্ভাবনা নেই। উলেখ্য পুলিশ ও নিহতের মা সাংবাদিকদের জানান শনিবার রাত ৯টার দিকে আমার ছেলে সহ গ্রামের ২/৩ জন ব্যাক্তি গ্রামের দোকানে দিকে যায়।পরদিন লোকমুখে জানতে পারি বিএসএফের গুলিতে আমার ছেলে মুনতাজ আলি মারা গেছে।
ঐ দিনই চুয়াডাঙ্গা - বিজিবি -৬ ব্যাটালিয়ন পরিচালক লেঃ কর্নেল শাহ ইশতিয়াক পি এস সি জানিয়েছিলেন ঘটনাটি লোক মুখে শুনেছি, খোজখবর নেয়া হচ্ছে। দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির জানান দর্শনা থানার ছোটবলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মুনতাজ আলি সীমান্তের ৮৩ নম্বর মেন পিলারের কাছে বি এস এফের গুলিতে নিহত হলে ,লাশ ৫৪ বি এস এফ বিষ্ণুপুর ক্যাম্পের সৈনিকেরা নিয়ে যায়।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
