নারায়ণগঞ্জে গাঁজা-ইয়াবা সহ আটক ১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৬ এএম, ১৭ই অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জ সদর থেকে ১০ কেজি গাঁজা ও ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রমজান (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার (১৬ অক্টোবর) সকালে সৈয়দপুর খলিল সাহেবের মার্কেটের সামনে পাকা রাস্তা উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. রমজান নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকার মো. হাবিবুর রহমান হবির ছেলে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাকে আটক করে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
