ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩০ পিএম, ২০শে অক্টোবর ২০২২

গাজীপুরের শ্রীপুরে রেললাইনে ক্রেন উল্টে পড়ে যাওয়ায় ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলার সাতখামাইর এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা হয় স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন। মেরামতের সময় উপজেলায় সাতখামাইর এলাকার রেললাইনের ওপর ওই ক্রেনটি উল্টে পড়ে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে মেরামতের পর ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
