বাংলাদেশী পাসপোর্ট সহ রোহিঙ্গা আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:২৫ এএম, ২৪শে অক্টোবর ২০২২


বাংলাদেশী পাসপোর্ট সহ রোহিঙ্গা আটক
ছবি: জনবাণী

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশী পাসপোর্ট সহ মোহাম্মদ শরীফ (৪৩) নামের রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব ১৫।


শনিবার (২২ অক্টোবর) রাতে পালংখালী ইউনিয়নের মরাগাছতলার ডালায় রোহিঙ্গা ক্যাম্প-১১ এর সিআইসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।


র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, আটক ব্যক্তির  লুঙ্গিতে গুজানো অবস্থা হতে একটি বাংলাদেশী পাসপোর্ট উদ্ধার করা হয়। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বর্ণিত ব্যক্তি বিদেশ গমনের উদ্দেশ্যে মিথ্যা পরিচয়ে উক্ত পাসপোর্ট তৈরী করেছিল। আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।


আরএক্স/