জুয়া খেলা বন্ধ করতে বলায় পুলিশ সদস্যদের লাঞ্চিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:২৮ পিএম, ২৬শে অক্টোবর ২০২২


জুয়া খেলা বন্ধ করতে বলায় পুলিশ সদস্যদের লাঞ্চিত
ছবি: জনবাণী

মৌলভীবাজারের কুলাউড়ায় জুয়া খেলা বন্ধ করতে বলায় একদল লোক পুলিশ সদস্যদের লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। 


মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা-বাগান পূজামণ্ডপে এ ঘটনা ঘটে বলে জানা যায়।


পরে জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে আনেন। 


রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তিনি মুঠোফোনে একাধিক গনমাধ্যম কর্মী যোগাযোগ করলে তিনি বলেন, চা-বাগানের পূজামণ্ডপে অনুষ্ঠান চলছিল। পুলিশের সঙ্গে শ্রমিকদের একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। বিষয়টির সমাধান হয়ে গেছে বলে তিনি জানান।


আরএক্স/