বেনাপোলে ১০ পিস স্বর্ণের বারসহ ২ সহোদর আটক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৩ পিএম, ২৭শে অক্টোবর ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণের বার সহ পাচারকারী আপন দুই ভাইকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে যশোর ৪৯ বিজিবি এর একটি টহল দল বেনাপোল সীমান্তের গাজীপুর পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের ওজন ১কেজি ২০০ গ্রাম।
আটক দুই ভাই এর নাম মোঃ মিলন হোসেন (২৮) এবং মোঃ হিরন মিয়া (২৫) উভয়ের পিতা-মোঃ শফিকুল ইসলাম তারা চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার মুন্সিপুর গ্রামের বাসিন্দা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান.গোপন সংবাদের ভিত্তিতে গাজিপুর পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ পিস সোনারবার সহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এইচআর/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
