হরলাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৮ এএম, ২৮শে অক্টোবর ২০২২

ঢাকার ধামরাইয়ে সরাসরি ভোটে হরলাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।
জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো. জাবেদ আলী ৩১৩ ভোট পেয়ে প্রথম হন। মাসুম বিল্লাহ ২৮৬ ভোট পেয়ে দ্বিতীয় হন। মো. কহিনুর ইসলাম ২৩৭ ভোট পেয়ে তৃতীয় ও মো. আব্দুল রাজ্জাক ২১৯ ভোট পেয়ে চতুর্থ হন।
ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. হাসান।
এ সময় সকাল থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন- আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন, হরলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো. ওয়াসিম আকরাম রাজা, কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শেখ কায়কোবাদ এর নেতৃত্বে পুলিশের একটি দল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী।
উল্লেখ্য, হরলাল উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ৫৯০। কাস্ট হয়েছে ৪৮২ ভোট।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
