সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৪ এএম, ২৯শে অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টুকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলাট জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টু সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের হবি আহমেদের ছেলে।
এ ঘটনায় তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
