পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৪ এএম, ৩০শে অক্টোবর ২০২২

গোপালগঞ্জে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র্যাংক-ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।
আজ শনিবার (২৯ অক্টোবর) পুলিশ সুপার কার্যালয়ের কক্ষে জেলার মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার
মো. শাহীনুর চৌধুরী সদ্য পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে র্যাংক-ব্যাজ পরিয়ে দেন।
এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহীনুর চৌধুরীর সহধর্মিণীসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাংক-ব্যাজ পরিয়ে দেওয়ার পর পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা জেলা পুলিশের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহীনুর চৌধুরীকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
