বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্রেনচালক ও হেলপারের মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩১ এএম, ৩১শে অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জে ক্রেনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে চালক রাসেল (২৮) ও হেলপার ফাহিমের (২১) মৃত্যু হয়েছে।
আজ রোববার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতদের সহকর্মী সুমন বলেন, ক্রেনে একটু সমস্যা ছিল। পরে সেটি ঠিক করার জন্য তারা ক্রেনটি উপরে উঠালে বিদ্যুতের মেইন তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে চালক রাসেল ও হেলপার ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, রাসেলের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কিল্লা বাজার এলাকায়, হেলপার ফাহিমের বাড়ি চট্টগ্রাম জেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
