গরু চুরি করে গ্রেফতার হলেন ছাত্রলীগ নেত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১১ এএম, ৩রা নভেম্বর ২০২২

ঢাকার ধামরাই উপজেলার কয়েকটি এলাকায় গরু চুরি মামলায় জড়িত থাকার অভিযোগে সাভার থেকে জেলা ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২ নভেম্বর) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জনবাণী’কে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ভোররাতে তাকে সাভার পৌর এলাকার নয়াবাড়ির নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আটক ওই নেত্রীর নাম বাবলী আক্তার। তার বাবার নাম বাদশা মিয়া। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্বরত আছেন।
ওসি আতিকুর রহমান জনবাণী’কে জানান, বেশ কিছুদিন যাবৎ ধামরাইয়ের কয়েকটি এলাকায় গরু চুরির ঘটনা ঘটেছে এবং মামলা হয়েছে। এসব মামলা তদন্ত করতে গিয়ে জানা যায়, বাবলী আক্তার চুরি যাওয়া গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, বাবলী আমাদের সংগঠনেরই। কিন্তু তার গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
