নরসিংদীতে গাছের উপর থেকে যুবকের মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:২১ পিএম, ৫ই নভেম্বর ২০২২

নরসিংদীতে গাছে ঝুলন্ত অবস্থায় উজ্জ্বল (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়াচর গেট বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল গাজীপুর মহানগর ৪১ নং ওয়ার্ডের উজিরপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে স্থানীয়রা বাদুয়াচর গেট বাজার এলাকায় রেললাইনের পাশের গাছে যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, গাছে যুবকের গলায় রশি দিয়ে বাঁধা ছিলো। আমরা খবর পেয়ে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
