‘‘বিয়ের ৫ মাস পর’’গৃহবধূর আত্মহত্যা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৫ এএম, ১৪ই নভেম্বর ২০২২

পারিবারিক অশান্তি ও কলহের জের ধরে বান্দরবানের লামায় গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। লামা পৌরসভার কুড়ালিয়া টেক গ্রামের মো.নাঈম এর স্ত্রী।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত গৃহবধূ মর্জিনা বেগম (১৮)।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়,গত ৫ মাস আগে মর্জিনা ও মো. নাঈম এর বিয়ে হয়েছে। কিছুদিন যাওয়ার পর থেকে সংসারে বিবাদ ও ঝগড়া লেগেই ছিল। তারই সূত্র ধরে গত (১১ নভেম্বর) শুক্রবার স্বামীর বাড়িতে বিষপান করে মর্জিনা বেগম।
শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটে তাকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। অবশেষে ১২ নভেম্বর শনিবার সন্ধ্যায় কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে এখনও নিহতের পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি।
আরএক্স/