চুনারুঘাটে বালু উত্তোলনে চার লক্ষ টাকা জরিমানা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:০২ পিএম, ১৫ই নভেম্বর ২০২২


চুনারুঘাটে বালু উত্তোলনে চার লক্ষ টাকা জরিমানা
ছবি: জনবাণী

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে যুবককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত  যুবক শফিক মিয়া (২৬)। 


ভ্রাম্যমাণ আদালত সূত্রে  জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ৪নম্বর পাইকপাড়া ইউপির ধুলিয়াবরা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে এবং চুনারুঘাট থানা পুলিশের উপস্থিতিতে এই অভিযান চালিয়ে বালু উত্তোলন করার দায়ে শফিক মিয়াকে চার লাখ টাকা জরিমানা করেন। 


এ সময় প্রায় ৪ হাজার ঘনফুট বালু জব্দ করে ও অবৈধবালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়। জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, অবৈধবালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের  এই অভিযান অব্যাহত থাকবে।


আরএক্স/