কনের ৬৫, বরের ৮৫, এলাকায় চাঞ্চল্য


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:২৪ এএম, ১৭ই নভেম্বর ২০২২


কনের ৬৫, বরের ৮৫, এলাকায় চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

কনে শিউলী বেগমের বয়স প্রায় ৬৫ বছর অন্যদিকে বর মোকছেদ আলী খানের বয়স প্রায় ৮৫ বছর। দুজনেই আলোচনার মাধ্যমে তাদের বৃদ্ধ বয়সে মূলত দেখাশোনার জন্য বিয়ের বন্ধনে অবদ্ধ হওয়ায় মনস্থির করেন। তাদের এ বিয়ে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি শুধু এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। পৌঁছেছে ইউনিয়ন পরিষদেও।


গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা মিলেই অনুষ্ঠানিকভাবে কাজি ডেকে ১০ হাজার টাকা দেন মোহর ধায্য করে রেজিস্ট্রি করিয়ে দিয়েছেন।


বর মোকছেদ আলী খান জানান, ওই এলাকায় ছোট একটি দোকান দিয়ে ক্ষুদ্র ব্যবসা চালান তিনি। বসবাসও করেন দোকানের পেছনে ছোট একটি কক্ষে। স্ত্রী মারা যাওয়ার পর সন্তানরাও তাদের পরিবার ও কর্মজীবন নিয়ে ব্যস্ত। এ কারণে তাকে দেখাশোনার জন্য তিনি বিয়ে করেছেন। 


কনে শিউলী বেগম জানান, তার স্বামীও মারা গেছে কয়েক বছর আগে। এজন্য একটা ঢাল তো ধরা লাগে। এজন্য রাজি হয়েছি। থাকার তো একটা স্থান দরকার। 


মঠবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, দুজন বিয়েতে সম্মত হলে এলাকার লোকজন মিলে কাজি এনে ১০ হাজার টাকা দেন মোহরে বিয়ে রেজিস্ট্রি করে দেয়া হয়। 


মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার জানান, তাদের দুজনেরই দেখা শোনার কেউ নেই। তাদের এ বিয়ের কথা শুনে এলাকায় গিয়ে স্থানীয় মেম্বরসহ গণ্যমান্য ব্যক্তিরা মিলে বিয়ে পড়িয়ে দেয়া হয়েছে। তারা দুজনই বৃদ্ধ মানুষ তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এ কামনা করি।

জেবি/ আরএইচ/