যশোরে স্বর্ণের বারসহ আটক ২


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:১৮ পিএম, ১৭ই নভেম্বর ২০২২


যশোরে স্বর্ণের বারসহ আটক ২
ছবি: জনবাণী

যশোরে বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১৫ কোটি ৪৪ লক্ষ টাকার ১১২ টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করা হয়েছে।


গতকাল বুধবার (১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।


জানা গেছে, অভিযানে বেনাপোল চেকপোস্টে একটি পিকআপ তল্লাশী করে পিকআপের কেবিনের বক্সের মধ্যে বিশেষ কায়দায় সুকৌশলে লুকানো অবস্থায় ১১২ পিস স্বর্ণের বারসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. ওমর ফারুক (২৭), মো. ফরহাদ সরকার (৩২)।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, স্বর্ণের বর্তমান মূল্য ১৫ কোটি ৪৪ লক্ষ টাকা।


আরএক্স/