সাগর ইজারা নয় বরং নদী খাল উন্মুক্ত করে দিয়েছে এমপি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৭ এএম, ২১শে নভেম্বর ২০২২


সাগর ইজারা নয় বরং নদী খাল উন্মুক্ত করে দিয়েছে এমপি
সাগর ইজারা নয় বরং নদী খাল উন্মুক্ত করে দিয়েছে এমপি

সাগর ইজারা নয় কেবল কোষ্ট গার্ডের হাত থেকে রক্ষা পেতেই মিথ্যার আশ্রয় নিয়েছিলেন জেলেরা। আর সেই মিথ্যা বক্তব্য বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে পটুয়াখালী ০৪ আসনের সাংসদ মহিব্বুর রহমানকে নিয়ে।

তবে সম্প্রতি সময়ে বক্তব্য প্রদানকারী সেই জেলেরাই বলছেন সাগর ইজারা নয় উল্টো প্রভাবশালীদের দখলকৃত নদী-খাল উন্মুক্ত করেছেন এমপি। শুধুমাত্র প্রশাসনের হাত থেকে রেহাই পেতেই সেদিন এমপির নাম বলে বাঁচতে চেয়েছিলেন তারা।