২টি ট্রাক একসঙ্গে করে মঞ্চ তৈরী
মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৩ এএম, ২১শে নভেম্বর ২০২২

২টি ট্রাক একসঙ্গে করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুর ১টা থেকে উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হন সমাবেশে।
বিকেলে উত্তরার মাসকট প্লাজারের সামনে এই শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সমাবেশে উপস্থিত নেতারা বলেন, বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ স্বরূপ আজকের এই সমাবেশ। আমরা যে মাঠে আছি তারই একটি নমুনা।
সমাবেশে নেতৃত্ব দেন তুরাগ থানা আওয়ামী লীগ, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগ, দক্ষিণখান থানা আওয়ামী লীগ, খিলক্ষেত থানা আওয়ামী লীগসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
এস/এইচ